• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৯:৫৪ এএম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটো রিকশার সঙ্গে ধাক্কা লেগে লিটন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের শুকদেব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লিটন একই এলাকার মৃত করিম উদ্দীনের ছেলে। 

স্থানীয়রা জানায়, লিটন মোটরসাইকেল যোগে মডেল হাট বাজারের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় সীমান্ত ফাঁড়ির মোড়ে পৌঁছালে মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোকে রিকশাকে ধাক্কা দেয়। এতে লিটন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে যাওয়ার পথে লিটনের মৃত্যু হয়।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Link copied!